ডেস্ক রিপোর্ট ,বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
ঝিনাইদহের শৈলকুপায় ছেলের নির্যাতনে অতিষ্ট হয়ে তোয়াজ উদ্দিন নামে এক অসহায় বাবা নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছেন।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. উসমান গনির কাছে তিনি এ লিখিত অভিযোগ করেন। অভিযোগকারী তোয়াজ উদ্দিন বিশ্বাস ওই উপজেলার বগুড়া ইউনিয়নের বারইহুদা গ্রামের মোবারক বিশ্বাসের ছেলে।
লিখিত অভিযোগে তিনি জানান, তার একমাত্র ছেলে ছোবহান জোর করে ৩ বিঘা জমি ভোগদখল করছে, খেতে দেয় না, প্রায়ই তাকে মারধর ও গালিগালাজ করে। তার ছেলের সাথে ভাতিজা আলমগীরও তাকে নির্যাতন করে।
কাঁদতে কাঁদতে তিনি নির্বাহী অফিসারকে জানান, ছেলের কাছ থেকে তার জমি দখলমুক্ত করতে ও ভরণপোষণের দাবিতে তিনি ছেলের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উসমান গনি জানান, অভিযোগের বিষয়টি শুনানী করা হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ অভিযুক্ত ব্যক্তি ও অভিযোগকারীকে শুনানীতে উপস্থিত থাকতে বলা হয়েছে।
দুঃখ প্রকাশ করে তিনি জানান, কোনো আইন দ্বারা এমন অপরাধ বন্ধ করা কঠিন। এর জন্য দরকার মানবিক, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করা।
১০/৪/২০১৭/১৮০/তৌ/আ/