ডেস্ক রিপোর্ট ,বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র আজমীর শরিফে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি (র.) এর দরগাহ জিয়ারত করেছেন। ভারত সফরের তৃতীয় দিন রবিবার সকালে তিনি আজমির শরিফ জিয়ারত করেন। এরপর প্রধানমন্ত্রী দরগাহ ঘুরে দেখেন।
এর আগে সকাল সোয়া ৮টার দিকে সফরসঙ্গীদের নিয়ে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে জয়পুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে আজমির শরিফে পৌঁছান। সেখানে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা জানানো হয়। মাজারে চাদর প্রদানের সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন খাদিম আলিমুদ্দীন।
আজমীর থেকে বিকেলেই আকাশপথে নয়াদিল্লি ফেরার কথা প্রধানমন্ত্রীর। রবিবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রপতি ভবনের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করবেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।
সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি ভবনের উত্তর ড্রইং রুমে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে দেখা করবেন শেখ হাসিনা। এরপর রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে অংশগ্রহণের আগেই ওই ভবনের অশোকা হলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীরা।
৯/৪/২০১৭/২০০/অ/হা/