ডেস্ক রিপোর্ট ,বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
প্রিয়াঙ্কা চোপড়া শুধু বলিউড নয়, হলিউডে
সুনাম অর্জন করেছেন তিনি। এমনকি প্রযোজক হিসেবেও সফল তিনি। এই নায়িকার প্রযোজনায় মারাঠি ‘ভেন্টিলেটর’ এ বছর তিনটি বিভাগে জিতে নিয়েছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে চমকপ্রদ ব্যাপার হলো, নিজের প্রযোজনা প্রতিষ্ঠান পার্পেল পেবল পিকচার্স প্রযোজনা সংস্থা থেকে দু’টি বাংলা ছবি নির্মাণ করবেন তিনি। ইতিমধ্যে ছবি দু’টির নাম ঠিক করেছেন প্রিয়াঙ্কা ও তার মা মধু চোপড়া। একটির নাম ‘বৃষ্টির অপেক্ষায়’। অন্যটি ‘বাস স্টপে কেউ নেই’।
৯/৪/২০১৭/৭০/সা/ফা/