ডেস্ক রিপোর্ট ,বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি
ভবনে আগুন লেগেছে। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে এলিফ্যান্ট রোডের জিএম প্লাজা নামে ঐ ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, ৯ তলা ভবনটির ৫ তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কি কারণে আগুন লেগেছে তা জানাতে পারেননি তিনি। ভবনটিতে কম্পিউটার যন্ত্রাংশ বিক্রির দোকান রয়েছে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগে। ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় ৫০ লাখ টাকা ক্ষতির আশঙ্কা করছেন সেখানকার ব্যবসায়ীরা। তৃতীয় ও চতুর্থ তলার বেশিরভাগ দোকান আগুনে পুড়ে গেছে।