ডেস্ক রিপোর্ট ,বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
মোবাইল ফোনের গ্রাহক সেবার মান নিচের দিকে নামছেই। নেটওয়ার্ক পাওয়া যায় না, সীমাহীন কলড্রপ, ইন্টারনেট সার্ভিসও খুবই দুর্বল। খোদ রাজধানী ঢাকাতে পাওয়া যাচ্ছে না থ্রিজি। কিছুক্ষণ পরপর থ্রিজি নেমে আসে টুজিতে। সবকিছু মিলিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মোবাইল ফোন গ্রাহকদের
৮/৪/২০১৭/১৭০/তৌ/আ/