ডেস্ক রিপোর্ট ,বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
শালিখা উপজেলার মাগুরা-যশোর মহাসড়কের সীমাখালী-চিত্রা নদীর উপর ভেঙে
পড়া ব্রিজের পাশেই বেইলি ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে। দুই মাস আগে অতিরিক্ত ট্রাক বোঝাইয়ের কারণে এই ব্রিজ ভেঙে যাওয়ায় যশোর-মাগুরা মহাসড়কের সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রতিনিয়ত শত শত মানুষ নানা রকম প্রতিকূলে অবস্থায় বাশের সাঁকো দিয়ে পার হইতে নানা রকম সমসায় পরছে। নতুন ব্রিজ নির্মান কাজ শেষ না হওয়া পর্যন্ত নিরাপদে পারাপারের জন্য মজবুত সাকে তৈরির প্রয়োনীয়তা দেখা দিয়েছে। ভাঙ্গা ব্রিজের পাশেই সড়ক ও জনপদ অধিদফতর কর্তৃপক্ষের কাছে নতুন ব্রিজ নির্মানের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছে এলাকার লোকজন। বর্তমানে ব্রিজের কাজের জন্য মাটি খুড়াখুড়ির কাজ চলছে । এখনও ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহণ ও যশোর মাগুরা সড়কের সমস্ত যানবাহন অন্য রাস্তা দিয়ে চলাচল করছে। সংশ্লিল্ট কর্মকর্তরা খুব শিগগিরই আশা করছেন দ্রুত বেইলি ব্রিজের কাজ শেষ করে সমস্ত পরিবহন যাতায়াতের ব্যবস্থা করা হবে।