ভারতে ডিজিটাল লেনদেন সেবা চালুকরতে যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মালিকানাধীন চ্যাটিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। রয়টার্স জানায়, ভারতেই প্রথম এ ধরনের সেবা চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। দেশটির ডিজিটাল লেনদেন ব্যবস্থায় নেতৃত্ব দিতে একজন কর্মী নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে চ্যাটিং অ্যাপটির সবচেয়ে বড় বাজার ভারত। দেশটিতে ২০ কোটির বেশি গ্রাহক রয়েছে হোয়াটসঅ্যাপ-এর। এর আগে চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান থেকে টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড-এর চ্যাটিং অ্যাপ উইচ্যাট-এ এমন ডিজিটাল পেমেন্ট সেবা দেখা গেছে।
৬/৪/২০১৭/২৮০/তৌ/আ/