ডেস্ক রিপোর্ট ,বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
ইরাকের উত্তরে তিকরিত শহরে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হামলায় ১৪ পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৩১ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ৪০ জন। গত মঙ্গলবার দিবাগত রাতে এ হামলা চালানো হয় বলে বুধবার জানিয়েছে নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল সূত্রগুলো। পুলিশ কর্মকর্তা কর্নেল খালিদ মাহমুদ জানিয়েছেন, রাজধানী বাগদাদ থেকে ১৭৫ কিলোমিটার উত্তরে তিকরিত শহরে জঙ্গিরা পুলিশের পোশাক পরে পুলিশের একটি গাড়ি নিয়ে প্রবেশ করে। দলটিতে দুই আত্মঘাতীসহ প্রায় ১০ জঙ্গি ছিল। তারা পুলিশের একটি তল্লাশি চৌকি ও পুলিশের এক কর্নেলের বাড়িতে হামলা চালায়। হামলায় পরিবারের চার সদস্যসহ ওই পুলিশ কর্নেল নিহত হয়েছেন ।
৬/৪/২০১৭/২০০/তৌ/আ/