ডেস্ক রিপোর্ট ,বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
গরীবে নেওয়াজ খাজা হযরত মঈন উদ্দিন চিশতী (র.)-এর স্মরণে খানকায়ে চিস্তিয়া দরবার শরীফের বার্ষিক ওরশ আগামী ৭ এপ্রিল শুক্রবার ও ৮ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে। শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ বাজার সংলগ্ন রঘুনাথপুর ছয়ঘরিয়াপাড়া স্থানীয় সালাম পুলিশের বাড়িতে অনুষ্ঠিত এ ওরশ মাহফিলে শেরপুর সদর আসনের সাংসদ হুইপ আতিউর রহমান আতিক উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বলে নিশ্চিত করেছেন ঐ দরবার শরীফের প্রতিষ্ঠাতা পরিচালক গীতিকার শাহ মো. হাসান আলী। ২ দিনব্যাপি এ ওরশ মাহফিলের প্রথমদিনে কোরআন খতম, খতমে খাজেগান ও তরিক সম্পর্কে আলোচনা করবেন কোটবাড়ী বাইতুল আহসান জামে মসজিদের ইমাম পীরজাদা শাহ আহম্মদ রেজা এবং দ্বিতীয় দিনে খাজার জীবন কাহিনী সম্পর্কে আলোচনা করবেন মাদারীপুর আউলিয়া চিস্তিয়া দরবার শরীফের খাদেম জুয়েল হোসেন আল চিশতী। এছাড়াও খাজার স্মরণে শেরপুরের বাউল পাগল তারাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নামকরা বাউল শিল্পীগণ ও স্থানীয় গরিব নেওয়াজ শিল্পী গোষ্ঠী বাউল গান পরিবেশন করবেন।
৬/৪/২০১৭/১৩০/তৌ/আ/