ডেস্ক রিপোর্ট ,বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
শেষ গান করলেন যুক্তরাষ্ট্রের হোস্টনে।
নিউইয়র্ক ফিটনেস ক্লাবে তাঁকে দেখা গিয়েছিল
গত ফেব্রুয়ারিতে, তা-ও তো দুই মাস আগের কথা।
এরপর আর দেখা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমেওনেই তাঁর কোনো নতুন ছবি কিংবা ভিডিও। কোথায় গেলেনটেলর সুইফট? গত ফেব্রুয়ারি থেকে একদমই কোনো আলোচনায় নেই তিনি। সুইফট কি তবে নিখোঁজ? এখন কী হবে? শুনতে পাওয়া যাবে না আর সুইফটের গান? ভক্তরা শান্ত হোন। আছে সুখবর। সুইফট আছেন। হারিয়ে যাননি। তাঁদের জন্যই নতুন অ্যালবামের কাজে ব্যস্ত। হলিউড লাইফ ডটকমের একটি সূত্র জানিয়েছে, সুইফট ইদানীং ব্যস্ত নিউইয়র্ক, ন্যাশভিল ও লস অ্যাঞ্জেলেস শহরে। তিন শহরের তিনটি স্টুডিওতে ঘুরে ঘুরে নতুন গানের কাজ করছেন। একদম ফুরসত পাচ্ছেন না। ইচ্ছা করে নিজেকে
আড়াল করে রাখেননি তিনি। সুইফটের এক কাছের সূত্রবলল, ‘ভক্তদের সেরা গানটি উপহার দিতে দারুণরোমাঞ্চিত টেলর। কঠোর পরিশ্রম করছেন।নতুন গান উপহার দিতে আর তর সইছেনা। শিগগিরই নতুন অ্যালবামটি বাজারেআসবে।’ তাহলে সেই নিখোঁজ সংবাদ?
৫/৪/২০১৭/২০০/সা/ফা/