ডেস্ক রিপোর্ট ,বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে ৩ জন ও চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় পাশের কালীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তারা ৪ জনই বিদ্যুতের মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলার মধ্যম কাদমায় গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন, উপজেলার ভেলাগুড়ি গ্রামের শামসুদ্দিনের পিতা খোরশেদ আলম (৪৫), একই গ্রামের আজিজার রহমানের ছেলে ফেরদৌস আলম (২৬), উপজেলার মধ্যম কাদমা গ্রামের জনাব আলীর ছেলে মিল্টন (২৮) ও একই গ্রামের গোলাপের ছেলে উকিল আহম্মেদ (২৬)।
স্থানীয় বাসিন্দা ফরিদুল ইসলাম জানান, মিল্টনের বাড়ির পাশের বিদ্যুতের খুঁটিতে কাজ করছিলেন তারা। এ সময় হঠাৎ করে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে ঘটনাস্থলে মিল্টন, খোরশেদ, ফেরদৌস মারা যায় ও উকিল আহম্মেদ গুরুতর আহত হয়। উকিল আহম্মেদ গুরুতর অবস্থায় কালীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কালীগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আহসান হাবিব জানান, উকিল আহম্মেদ হাসপাতালে আসার আগে মারা গেছে।
এ বিষয়ে ভোলাগুড়ি ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি ঘটনাস্থলে রওনা দিয়েছি।
৫/৪/২০১৭/১৮০/সা/ফা/