ডেস্ক রিপোর্ট ,বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
সুনামগঞ্জের তারিহপুর উপজেলার টাংগুয়ার হাওরের হতিরগাতা নামক এলাকায় নৌকাডুবিতে শিশুসহ ৪ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার দিবাগত গভীররাতে সাত যাত্রী নিয়ে হাওড়ের রামসিংহপুর এলাকা থেকে হাতিরগাতা গ্রামে যাওয়ার পথে প্রবল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হন। নিখোঁজ তিনজনের নাম পরিচয় জানা যায়নি। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ জানান, নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।
৫/৪/২০১৭/১২০/সা/ফা/