ডেস্ক রিপোর্ট ,বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
রাজধানীতে গণপরিবহনে নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে সিটিং সার্ভিস
বন্ধ ঘোষণা করা হয়েছে।৪ এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি সাংবাদিকদের জানান সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ।তিনি জানান, ১৫ এপ্রিল থেকে ঢাকায় কোনো সিটিং সার্ভিস বাস চলবে না। বাসগুলো বিআরটিএ’র নির্ধারিত ভাড়ায় চলবে।
এনায়েতুল্লাহ আরও বলেন, ১৫ তারিখের পর যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। ভাড়ার তালিকা বাসের ভেতর দৃশ্যমান স্থানে টানিয়ে রাখতে হবে। ছাদের ওপরে ক্যারিয়ার সাইট অ্যাঙ্গেল ও ভেতরের অতিরিক্ত আসন খুলে ফেলতে হবে। প্রতিটি বাস ও মিনিবাসে নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা আসন সংরক্ষণ করতে হবে।এসব সিদ্বান্ত যথাযথভাবে প্রয়োগের জন্য মালিক সমিতির পক্ষ থেকে ১৬ এপ্রিল থেকে ভিজিলেন্স টিম রাস্তায় সক্রিয় থাকবে বলেও জানান তিনি।
এর আগে নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে সড়ক পরিবহন মালিক নেতারা এ সংশ্লিষ্ট বৈঠকে বসেন।
৫/৪/২০১৭/৫০/তৌ/আ/