ডেস্ক রিপোর্ট ,বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
ময়মনসিংহ শহরের কালিবাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘেরাও করে আইনশৃঙ্খলা বাহিনী সাত সন্দেহ ভাজন জঙ্গীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুলসংখ্যক জিহাদি বই ল্যাপটপ, কম্পিউটার ইলেকট্রনিঙ্ সরঞ্জামাদী জব্দ করা হয়। গতকাল সোমবার দুপুরে শহরের সোহাগ পার্টি সেন্টারের বিপরীতে মৃত আনোয়ারুল কাদিরের বাড়িটি ঘেরাওয়ের পর অভিযান চালিয়ে এই সাতজনকে আটক করা হয়।
৪/৪/২০১৭/২৬০/তৌ/আ/