ডেস্ক রিপোর্ট ,বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
উত্তর কোরিয়াকে চাপ দিতে পারা না পারার প্রশ্নে চীনকে আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে চীন যদি উত্তর কোরিয়াকে চাপ দিতে ব্যর্থ হয়, তবে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে একাই ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আছে যুক্তরাষ্ট্র।যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাাৎকারে চীনকে এ আলটিমেটাম দেন ট্রাম্প। গতকাল সোমবার বিবিসি এ খবর দেয়।আগামী বৃহস্পতি ও শুক্রবার ফোরিডার মার-অ্যা-লাগো রিসোর্টে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানাবেন ট্রাম্প। ওই রিসোর্টে উত্তর কোরিয়া প্রসঙ্গে দুই নেতার আলোচনা করার কথা রয়েছে। একই সঙ্গে দণি চীন সাগর ও বাণিজ্য নিয়ে চীনের ল্য নিয়েও আলোচনা করা হবে।ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাাৎকারে ট্রাম্প বলেন, শি ও চীনের প্রতি তার ‘গভীর শ্রদ্ধাবোধ’ রয়েছে। তিনি বলেন, ‘দুই দেশের জন্যই ভালো এবং চমকপ্রদ কিছু যদি ঘটে তবে আমরা মোটেও আশ্চর্য হব না এবং আমি তেমনটা হওয়ারই আশা করছি।’
উত্তর কোরিয়া প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়ার ওপর চীনের ব্যাপক প্রভাব রয়েছে। হয় চীন উত্তর কোরিয়ার ব্যাপারে ব্যবস্থা নিতে আমাদের সহযোগিতা করবে কিংবা করবে না। যদি তারা তা করে তবে সেটি চীনের জন্য ভালো হবে। আর যদি চীন তা না করে তবে কারো জন্যই সেটি ভালো হবে না। চীন যদি উত্তর কোরিয়াকে সামলাতে না পারে তবে আমরা একাই মোকাবিলা করব।’
কিসের মাধ্যমে চীনকে সহযোগিতার ব্যাপারে আগ্রহী করা যাবে তা নিয়ে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়। জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি বাণিজ্যের বিষয়টি উৎসাহদায়ক হবে। এটি পুরোপুরি বাণিজ্য সংক্রান্ত।’ তবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে সে ব্যাপারে ইঙ্গিত দেননি ট্রাম্প।ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া ওই সাাৎকারে ব্রেক্সিট প্রসঙ্গেও কথা বলেছেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত দুই পরে জন্যই ভালো হতে পারে।
৪/৪/২০১৭/১৬০/তৌ/আ/