ডেস্ক রিপোর্ট ,বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
ইনজুরি প্রবণ খেলোয়াড় মুস্তাফিজ। পাশাপাশি মানসিক শক্তিতে তালহা যুবায়েরের চেয়েও দুর্বল বলে সন্দেহ করি। ফলে স্রষ্ঠা না করুন, মুস্তাফিজের ক্যারিয়ার খুবই অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে চলছে। এ অবস্থায় যে কোনো সাধারণ মানুষ ভাববে, ভালো-মন্দ কিছু হয়ে যাওয়র আগে কামিয়ে নেই। এই ইচ্ছাটাকে দমন করতে পারাটাও অনেক বড় একটা ব্যাপার ছিলো।পাশাপাশি জৌলুস, বিদেশী তারকাদের কাছাকাছি থাকা এবং দুনিয়া সবচেয়ে ঝলমলে আসরে আলোচনায় থাকার মতো ব্যাপারগুলোও মিস করতে হবে। এটাও মেনে নেওয়া কঠিন কাজ; খুব কঠিন।কিন্তু মুস্তাফিজ সেই কঠিনকে ভালোবাসতে চলেছেন।বাংলাদেশের জন্য, মুস্তাফিজের নিজের জন্য এই সিদ্ধান্ত নেওয়ার বিকল্পও কিছু ছিলো না। আমরা যারা ভেতরের খবর জানতাম, তারা বুঝতে পারছিলাম, মুস্তাফিজ এই আইপিএল বনাম ক্যারিয়ার; একটা দ্বন্ধে ভুগছেন অনেকদিন ধরেই।সেই নিউজিল্যান্ড সফরে দলে ফেরার পর থেকে তাকে কুরে কুরে খাচ্ছিলো এই ভাবনা। অনেকের অনুমান এই মনের ভেতরের টানাপোড়ের তাকে নতুন করে অবসাদে আক্রান্ত করেছিলো। ফলে শারীরিকভাবে হলেও মানসিক ফিটনেস ফিরে পাচ্ছিলেন না।
৪/৪/২০১৭/১৪০/তৌ/আ/