ডেস্ক রিপোর্ট ,বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী দাওধারা কাটাবাড়ী পাড়ায় গতকাল সোমবার ভোররাতে ঝড়ের তা-বে ল-ভ- হয়েছে গারো আদিবাসী পল্লীর কমপক্ষে ৬টি পরিবারের বসত ঘর। এসব পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো, মিসি সাংমা, মনিকা সাংমা, অতি সাংমা, জার্টিন সাংমা, ইঞ্জিরাজ মারাক ও সুচিত্রা মারাকের পরিবার। এদের মধ্যে অতি সাংমার ২টিসহ প্রত্যেক পরিবারের ১টি করে বসতঘর ঘুর্ণিঝড়ের ছোবলে চালের টিন উড়িয়ে নিয়ে অন্যত্র ফেলে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে প্রতিদিনের মতো ঘুমাতে যায় ঐসব পরিবারের সদস্যরা। এসময় বিদ্যুত চমকে আকাশ মেঘাচ্ছন্ন করে হঠাৎ ভোর রাতে ঘূর্ণিঝর শুরু হয়। এতে ওই গারোপল্লীর ৬টি পরিবারের ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়। ভুক্তভোগ অতি সাংমা জানান, ঘরবাড়ি হারিয়ে আমরা অতিকষ্টে আছি। ছোট বাচ্চাদের নিয়ে রাতি যাপনের সমস্যায় পড়েছি।
৪/৪/২০১৭/১২০/তৌ/আ/