ডেস্ক রিপোর্ট ,বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
লওনেল মেসির অনুপস্থিতিতে জ্বলে উঠলেন নেইমার ও লুইস সুয়ারেস। ব্রাজিলিয়ান তারকার জাদুকরী ফুটবল ও উরুগুয়ে স্ট্রাইকারের ক্ষিপ্রতায় একের পর এক আক্রমণ শানানো বার্সেলোনা ৪-১ গোলে হারিয়েছে অবনমন অঞ্চলের দল গ্রানাদাকে। রোববার রাতে সুয়ারেসের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতে গ্রানাদা সমতা ফেরালেও চ্যাম্পিয়নদের রুখতে পারেনি। পাকো আলকাসেরের গোলে ফের এগিয়ে যাওয়ার পর আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে। চতুর্থ গোলটি করে ক্লাবের হয়ে শততম গোলের মাইলফলকে পৌঁছান নেইমার। প্রতিপক্ষের মাঠে শুরু থেকে গোছানো ফুটবল খেলা বার্সেলোনা প্রথম ২০ মিনিটে বেশ কবার আক্রমণে ওঠে; কিন্তু প্রতিবারই শেষ মুহূর্তে খেই হারিয়ে ফেলে।
৪/৪/২০১৭/৫০/তৌ/আ/